বাংলার প্রতিদিন ডটকম, ঢাকা :
জঙ্গি আস্তানা সন্দেহে ময়মনসিংহ শহরের কালীবাড়ি এলাকার সোহাগ পার্টি সেন্টারের বিপরীতে একটি দোতলা বাড়ি ঘেরাও করে রাখার পর সেখান থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে অ্যাডভোকেট আসিফ আনোয়ার মুরাদের বাড়িতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই ৭ জনকে আটক করে।
ময়মনসিংহের এসপি সৈয়দ নুরুল ইসলাম একথা জানিয়েছেন। তিনি বলেন, পর্যবেক্ষণের পর বাড়িটি ঘেরাও করে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়েছে।