বাংলার প্রতিদিন ডটকম ,ঢাকা ঃ
প্রশ্ন ফাঁস রোধে আগামী বছর থেকে পরীক্ষার দিন সকালে স্থানীয়ভাবে প্রশ্নপত্র ছাপানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রোববার সকালে রাজধানীর ঢাকা কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী সকালে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি পরীক্ষার হল পরিদর্শন করে।
সারাদেশে আজ থেকে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। দেশের ৮টি সাধারণ শিক্ষাবোর্ডসহ ১০টি বোর্ডের আওতায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন।
এর মধ্যে ছাত্র ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন ও ছাত্রী ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৩৫ হাজার। প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভেন্যু প্রধান ছাড়া কেউ মোবাইল ফোন বহন ও ব্যবহার করতে পারবেন না।