ঢাকা: ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন চলাকালীন পাঁচদিন (১-৫ এপ্রিল) প্রয়োজন ছাড়া রাজধানীবাসীকে ব্যক্তিগত গাড়ি বের না করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সম্মেলন স্থান ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা মনে করছি এ সম্মেলন সুন্দরভাবে শেষ হবে। সম্মেলন চলাকালীন সময়ে দুই দিন অর্থাৎ ২ ও ৪ এপ্রিল এইচএসসি পরীক্ষা রয়েছে। সবকিছু মাথায় রেখে আমরা সব ব্যবস্থা গ্রহণ করেছি। এই দিনগুলোতে ট্রাফিক সিস্টেম কী হবে সেটা আমরা চিন্তায় এনেছি। আমরা ঢাকাবাসীকে অনুরোধ করব, সম্মেলন চালাকালীন পাঁচ দিন প্রয়োজন ছাড়া রাস্তায় প্রাইভেট গাড়ি বের না করার। খুব বেশি প্রয়োজন হলে যেন তারা প্রাইভেট গাড়িতে চলাচল করেন।’
তিনি বলেন, ‘যে দুইদিন এইচএসসি পরীক্ষা চলবে সেই দুই দিন যেন শিক্ষার্থীদের সবাই সহযোগিতা করেন। আমাদের পরীক্ষার্থীরা যেন সময় মতো পরীক্ষা কেন্দ্রে যেতে পারেন।’
এসময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া, উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান প্রমুখ।