বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অতি বৃষ্টির কারণে লালমনিহাট জেলায় বন্যা নিম্ন অঞ্চল প্লাবিত বগুড়ায় ট্রাক পরিবহনের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার আত্মসাৎ ও মামলা টিএমএসএস সদস্যদের (RAISE) প্রকল্পের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দীর্ঘ ১৩ বছর পর আইনি লড়াইয়ের মাধ্যমে চাকুরী ফেরত পেলেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিত্যক্ত চুল পুনরায় ব্যবহারের মাধ্যমে ভাগ্য বোনার চেষ্টা আদিতমারীর নারীদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম প্রকাশিত সংবাদের প্রতিবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সৌরভের অর্থের অভাবের চিকিৎসা হচ্ছে না। আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি’র সভাপতি হেলাল শেখকে প্রাণঢালা অভিনন্দন

সাংবাদিকতার প্রথম কথা-আদর্শলিপি তথ্য প্রযুক্তি আইন গণমাধ্যমের নিয়মনীতি মানতে হবে সাংবাদিকদের!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ২৩৬ বার পড়া হয়েছে

 

হেলাল শেখ , ঢাকা ঃ

বাংলাশের মানুষ আমরা অনেক শান্তি প্রিয়, সচেতন ও সাহসী ভুমিকায় কাজ করছি। দেশের

উন্নয়নের সফল সরকার দেশের উন্নয়ন মুখি। তেমনি জবিনের ঝুঁকির নিয়ে বাংলাদেশ পুলিশ ও

গোয়েন্দা সংস্থা এবং সংবাদ মাধ্যমের সদস্যরা সাহসীকতার সঙ্গে কাজ করছেন। কথিপয় ব্যক্তি আইন

মানছে না-অনিয়ম, দুর্নীতি করে দেশ ও জাতির সম্মান নষ্ট করছে, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

নিচ্ছে সরকার।

বিশেষ করে তথ্য জানার জন্য পুলিশ ও সংবাদ মাধ্যমের সদস্যদের আইন বিষযে নিয়মনীতি’র বইগুলো পড়া

জরুরী বলে মনে করছেন সচেতন মহল। দেশ ও জাতির কল্যাণে যারা কাজ করছেন, রাজনৈতিক নেতা,

পুলিশ, সাংবাদিক এবং কিছু সেবামূলক সংস্থা। বিশেষ করে “ সাংবাদিকতার প্রথম কথা,

সাংবাকিতার আদর্শলিপি, পাশ্চাত্যের মানসিক দাসত্ব দূরীকরণে গণমাধ্যমের করণীয়, তথ্য ও

যোগাযোগ প্রযুক্তি আইন ম্যানুয়েল বই পড়া জরুরী” (সর্বশেষ সংশোধনীসহ) আইন ও

নিয়মনীতির অনেক তথ্য রয়েছে বইগুলোতে। সংবাদের উৎস ঃ “সংবাদের উৎস হচ্ছে মানুষ ও প্রকৃতি”

পৃথিবীর চারিদিকে যা কিছু ঘটছে বা ঘটেছে তা নিয়েই সংবাদ তৈরি হয়।

বিশেষ করে সংবাদের উৎসের মত সংবাদের উপাদান ও মানুষ এবং প্রকৃতি, মানুষের আশা- আনন্দ,

বেদনা, সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনাই সংবাদের মূল প্রতিপাদ্য বিষয়। আর এর সাথে সম্পৃক্ত সকল

বিষয়ই সংবাদের উপাদান। যেমনঃ ১, বিস্ময়কর ঘটনা। ২, অপ্রত্যাশিত যা কিছু। ৩, নিয়মের ব্যতিক্রম

ঘটনা। ৪, ব্যক্তিকে স্পর্শ করে এমন সব ঘটনা ও অনুভূতি। ৫, কৌতুহল বা যা কিছু জানতে ইচ্ছে

করে এমন ১ থেকে ২০ রকম বিষয় ইত্যাদি। এসবের মধ্যে আবেগ, আনন্দ এবং প্রভাব রয়েছে। তাছাড়া

মানুষের জানার সকল বিষয়ই সংবাদের উপাদান বলে স্বীকৃতি।

সাংবাদিকদের নিয়ে বেশিরভাগ মানুষই ভাবে না! কিন্তু নবম ওয়েজ বোর্ডের দাবিতে সাংবাদিকদের

কর্মবিরতি রাখার ঘোষণা দিয়েছিলেন সাংবাদিক নেতারা। গত ১৮ মার্চের মধ্যে নবম ওয়েজ বোর্ড

বাস্তবায়ন করা না হলে ১৯, ২০ ও ২১ মার্চ তিন ঘন্টা কর্মবিরতি রাখার ঘোষণা দিয়েছিলেন দেশের

সাংবাদিক নেতারা। এ বিষয়ে সাংবাদিকদের কোনো সফল হইয়েছে কি? সাংবাদিক নেতারা

জানিয়েছিলেন, এই সময়ের মধ্যে কোনো সমাধান না আসলে ২২ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়

অভিমুখে স্মারক নিয়ে মিছিল করা হবে। আর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো আশ্বাস না

আসলে ওই দিনই সচিবালয় ঘেরাও করা হবে বলে এমন ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ফেডারেল

সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। মার্চ মাসের মত আরও কত মাস ও বছর

লাগবে এই দাবি আদায় হতে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না।

জাতীয় প্রেসক্লাবের সামনে দুই মাস আগের ঘোষণা দেয়া সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে

সাংবাদিক নেতাদের থেকে এমন ঘোষণা আসে। সাংবাদিক সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার

বিচার করতে হবে। সাংবাদিকদের উপর হামলা, মামলা নির্যাতন বন্ধ করতে হবে। নবম ওয়েজ বোর্ড

ঘোষণার দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় গণমাধ্যমের মালিকদের উদ্দ্যেশ্যে

সাংবাদিক নেতা বুলবুল বলেন, দায়িত্ব পালনের সময় আহত সাংবাদিকদের ভরণ পোষণের দায়িত্ব নিতে

হবে মালিকদেরকে। এটাও আমাদের দাবি বলে জানান। এ ছাড়া সকল পত্রিকা মাসের পর মাস বেতন দেয় না

বেশিরভাগ সাংবাদিকদের, তাদের অতিদ্রুত বেতন দেয়ার দাবি জানিয়েছেন তিনি। এছাড়া

সাংবাদিক সাগর-রুনি, দীপঙ্কর চক্রবর্তী, মানিক সাহা, হারুনুর রশিদ, সাইফুল আলম মুকুল, ও

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রঞ্জু, সিরাজগঞ্জের শিমুল হত্যার সঠিক বিচারের দাবি জানান এই

সাংবাদিক নেতা।

তথ্য মতে ১৯৭১ সালের পর থেকে দেশের অনেক সাংবাদিকের উপর হামলা হচ্ছে, মামলা হচ্ছে ও হত্যার শিকার

হয়েছেন অনেক সাংবাদিক। অপরাধীদের অনেকেই গ্রেফতার হলেও দুই একজনের বিচার হলেও অন্য

হত্যাকারীরা বিভিন্ন কারণে ধরা ছোঁয়ার বাইরেই রয়ে যাচ্ছে বলে সাংবাদিকদের দাবি। অন্যদিকে

টাকার বিনিময়ে কিছু লোক সাংবাদিকের কার্ড নিয়ে থানায় গিয়ে কিছু পুলিশ কর্মকর্তার

সঙ্গে থেকে দালালি করছে।“ সাংবাদিকরা দালালি ছাড়–ন আর দালালরা সাংবাদিকতা ছাড়–ন” বিবেক

বিক্রি করবেন না কেউ। সারা দেশে হলুদ ও অপসাংবাদিকতা রোধে রেজিষ্ট্রেশন করা জরুরী বলে মনে

করেন সাংবাদিক নেতারা। সিনিয়র অনেক সাংবাদিক স্থানীয় প্রেসক্লাব’র সদস্য হতে পারছেন না

বলে অনেক সাংবাদিকের অভিযোগ রয়েছে। এর কারণ হলো, সমাজে বর্তমানে কেউ কারো মানতে

রাজি নয়। বাবাকে সন্তান মানছে না, ছোট ভাই তার বড় ভাইকে মানে না। নিউজ লিখতে পারেন না

অনেকেই তবুও তারা সাংবাদিক! দৈনিক পত্রিকায় অন্যের নিউজ প্রকাশ হলে, কথিত সাংবাদিক সেই

পত্রিকা হাতে নিয়ে বিভিন্ন দফতরে গিয়ে অর্থ বাণিজ্য করে থাকে। এর নাম কি সাংবাদিকতা?

তাহলে দেখন, সাংবাদিকতার মানে কি? ১/ সাংবাদিক মানে জাতির বিবেক। ২/ সাংবাদিক মানে দেশ

প্রেমিক। ৩/ সাংবাদিক মানে কলম সৈনিক। ৪/ সাংবাদিক মানে দর্পন। ৫/ সাংবাদিক মানে সেবক।

৬/ সাংবাদিক মানে দেশ সম্পর্কে জানা। ৭/ সাংবাদিক মানে স্বাধীন।৮/ সাংবাদিক মানে সম্মানি

জাতি। ৯/ সাংবাদিক মানে তদন্ত করা। ১০/ সাংবাদিক মানে আইন বিষয়ে জানা। উক্ত বিষয়ে তথ্যে ভুল

বা মন্তব্য এবং মতামত থাকলে বিস্তারিত প্রকাশ করুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451