অনলাইন ডেস্কঃ
মৌলভীবাজারের বড়হাট এলাকায় জঙ্গি অাস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস ’ আজকের মতো স্থগিত ঘোষণার পর কয়েকদফা গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। আজ সন্ধ্যায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম অন্ধকার জনিত কারণে অভিযান কাল সকাল পর্যন্ত স্থগিতের ঘোষণা দেওয়ার পর রাত আটটায় দফায় দফায় গুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটে।
অপারেশন ম্যাক্সিমাস নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সোয়াট টিমের সদ্স্যরােও বাড়িটি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এর আগে কাউন্টার টেররিজম অ্যান্ড ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন , অভিযান চলমান তবে আজকে অন্ধকার হয়ে যাওয়া আজকের মতো অভিযান স্থগিত করা হয়েছে। কাল সকাল থেকে যথারীতি আবার অভিযান শুরু করা হবে। জঙ্গিরা ভেতর থেকে কিছু বোমা বিষ্ফোরণ ঘটিয়েছে। আমরা ধারণা করছি প্রচুর বোমা আছে। অপারেশনটি অপেক্ষাকৃত একটু জটিল। অভিযান শেষ হতে আরও কিছু সময় লাগবে।তবে পরিস্থিতি এখনও আমাদের নিয়ন্ত্রনে।
শুক্রবার সকাল পৌনে দশটা থেকে অপারেশন ম্যাক্সিমাস শুরু হযে দিনভর থেমে থেমে গুলি ও বিস্ফোরণ হয়। অভিযানের সময় ড্রোন ব্যাবহারের মাধ্যমে বাড়িটির ভেতরের প্রচুুর বিস্ফোরক সম্পর্কে জানতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী।