ভোলা প্রতিনিধি॥
ভোলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় ৫লাখ টাকা মুল্যের
নিষিদ্ধ নোট বই জব্দ করেছে। এসময় নিষিদ্ধ বই বিক্রির অভিযোগে ৩
ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার(৩০মার্চ) দুপুর দিকে ভোলা শহরের বাংলাস্কুল মোড়ের
তিনটি বইয়ের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান
আদালত রাজিব বুক হাউজ,আব্দুল্লাহ বুক হাউজ ও জাহাঙ্গীর
লাইব্রেরীতে অভিযান চালায়। এসময় তারা ঐসব দোকান থেকে ৩শতাধিক
নিষিদ্ধ নোটবই জব্দ করে বলে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট
নুরে আলম সিদ্ধিকী জানান।
অপরদিকে ব্যবাসায়ীরা বলেন,তাদের কাছ থেকে প্রায় ৫লাখ টাকা মুল্যের
৩শতাধিক নোট বই নিয়েছে। এছাড়া তিনটি দোকানে ৫হাজার
টাকা জরিমানা করে। ব্যবসায়ীদের অভিযোগ নোট বইয়ের ব্যবসা
সবাই করে। শুধু তাদের কেন জরিমানা করা হলো। একই সাথে নোট বই
ঢাকা থেকে তাদেরকে পাঠায় বলেই তারা বিক্রি করে। ঢাকায় ছাপা বন্ধ
করতে পারলে তারা বিক্রি করবে না। তবে অভিযান চালানোর সময় সব
বইয়ের দোকান বন্ধ করে দ্রুত সটকে পরে অনেকে।