স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহে নাশকতা ও সন্ত্রাস বিরোধী পুলিশের বিশেষ অভিযানে কথিত
এক জঙ্গি ও সাত জামায়াত কর্মীসহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পযন্ত জেলার বিভিন্ন স্থানে
অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলা থেকে ১৬ জন, শৈলকুপা
উপজেলা থেকে ৮ জন. হরিনাকুন্ডু উপজেলা থেকে ৪ জন, কালিগঞ্জ উপজেলা
থেকে ৩ জন, কোটচাদপুর উপজেলা থেকে ৪ জন ও মহেশপুর উপজেলা থেকে ৩
জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও পৃথক অভিযানে ঝিনাইদহ ডিবি
পুলিশ আরও ৩ জনকে গ্রেফতার করে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান,
গ্রেফতারকৃত জামাত কর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা আছে। বাকি ৩৪
জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গ্রেফতারের পর থানায়
এনে তাদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হয়।
এদিকে শৈলকুপা উপজেলার দেবীনগর গ্রাম থেকে ইউনুস আলী নামের এক
ব্যক্তিকে জঙ্গি সন্দেহে পুলিশ গ্রেফতার করেছে। তার বাবার নাম জাইবার
আলী। এর আগেও তিনি পুলিশের হাতে একবার গ্রেফতার হয়েছিলেন বলে
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান।