মোঃ আশিকুর রহমান (টুটুল),নাটোর জেলা ব্যুরো প্রধান,
বৃহস্পতিবার লালপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে বিভিন্ন কর্মসূচীর
মধ্য দিয়ে নাটোরের লালপুর উপজেলার ময়না যুদ্ধ দিবস পালিত হয়েছে।
এলাকাবাসি ময়না যুদ্ধে সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে সকালে
ময়না গ্রামে নির্মিত স্মৃতি সৌধে পুষ্পকতবক অর্পন ও স্মৃতি
সৌধে জাতীয় পতাকা, কাল পতাকা ও দলীয় পতাকা উত্তলন ও দোয়া করা হয়। পরে
ওয়ালিয়া ইউপির চেয়ারম্যান আনিছুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , নাটোর-১
(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব
হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা
আওয়ামীলীগের সদস্য উপাধক্ষ বাবুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের যুব ও
ক্রীড়া বিষয়াক সম্পাদক মুস্তাফিজুল আলম, উপজেলা আয়ামীলীগের সদস্য
ফিরোজ আল হক ভুঁইয়া,ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক আক্তারুজ্জামান প্রমুখ। উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে উপজেলার
ময়না গ্রামে পাকিস্থানী হানাদার বাহিনীর সাথে লালপুর উপজেলার মুক্তি
পাগল জনতা, ইপিয়ার ও আনসার বাহিনীর সম্মুখ যুদ্ধ হয়। এ যুদ্ধে
হানাদারদের ২৫ রেজিমেন্ট ধংস হয় এবং বাহীনির প্রধান মেজর জেনারেল
আসলাম হোসেন খান ওরফে রাজা খান জনতার হাতে ধরা পড়ে। পরের দিন ৩১
মার্চ লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গুলি করে হত্যা করা
হয়। ময়না যুদ্ধে প্রায় অর্ধশত বাঙ্গালী শহীদ ও ৩২ জন আহত হন। সেই থেকে
দিবসটিকে ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ’ দিবস হিসাবে বিভিন্ন
রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করে
আসছে।