কলাপাড়া প্রতিনিধি : গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে চাচার হাতে আবু বক্কর (৩২) নামের এক কৃষক খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দরিয়াপুর গ্রামের। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে আবু বক্কর মৃত্যুবরন করে। এঘটনায় ঘাতক চাচা আব্দুল জব্বার কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশী নজরদারিতে রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সূত্রে জানাগেছে, সোমবার দুপুরে বাড়ির সীমানায় থাকা একটি গাছ কাটাতে গেলে বাধা প্রদান করে তার চাচা আব্দুল জব্বার। এনিয়ে বিতন্ডার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। ক্ষিপ্ত চাচা আব্দুল জব্বারের হামলায় আহত ভাতিজা আবু বক্করকে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন বস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় মেম্বার মো. সুমন মিয়া। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম শাহনেওয়াজ জানান, চাচার হাতে ভাতিজা খুন হওয়ার খবর শুনেছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।