সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় “দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭” উদযাপন উপলক্ষে
স্মৃতিসৌধে পুষ্পকতবক অর্পন ও সততা সংঘের সদস্যদের র্যালি অনুষ্ঠিত
হয়েছে।
রবিবার সকালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনার্থে
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সততা সংঘের সদস্যদের
নিয়ে কোর্ট মাঠ এলাকায় দুর্নীতি বিরোধী একটি র্যালি শেষে
স্মৃতিসৌধে পুষ্পকতবক অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা
পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)
এর সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অ্যাড.
আনোয়ার হোসেন, সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম, আলহাজ্ব মহসিন
আলম, নাসিমা জামান, আমজাদ হোসেন, রৌফুননেছা প্রমূখ।