অওরীন মাহামুদ (পারভেজ) কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
কলাপাড়ার সোনাতলা গ্রামে স্ত্রী মাহিনুর বেগমকে হত্যার দায়ে স্বামী ফারুক হাওলাদার (২৯) কে যাবজ্জীবন কারাদণ্ডের অদেশ দিয়েছে পটুয়াখালী স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক বাসুদেব রায়। ২৩ মার্চ বৃহস্পতিবার এ রায় প্রদান করেন।
জানা গেছে, কলাপাড়া উপজেলার পশ্চিম সোনাতলা গ্রামে ২০০৫ সালের ১৪ এপ্রিল এ ঘটনাটি ঘটে। এ মামলার বাদী নিহতের মাতা ফজিলা বেগম।
মামলার বিরনে জানা গেছে, রহমতপুর গ্রামের আঃ মালেক ঘরামির বড় মেয়ে মাহিনুর বেগম (২০) এর সাথে একই এলাকায় পার্শ্ববর্তী সোনাতলী গ্রামের একরাম আলী হাওলাদারের পুত্র ফারুক হাওলাদারের সাথে পারিবারিক সম্মতির ভিত্তিতে বিবাহ হয়। বিবাহের দেড় বছরে মাথায় পারিবারিক অভাব অনটনকে নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া-ঝাটি লেগেই থাকত। এরই ধারাবাহিকতায় ২০০৫ সালের ১৪ ও ১৫ এপ্রিল নিজ ঘরে বসে ফারুক হাওলাদার তার অপর দুই ভাই বারেক হাওলাদার ও মতিন হাওলাদার পরিকল্পিতভাবে উপরে উল্লেখিত দুই দিন ধরে নির্যাতন করে হত্যা করে।
পরে মাহিনুরের মরদেহ ঘড়ের মেঝেতে ফেলে রেখে ফারুক ও তার দুই ভাই পালিয়ে যায়। এ মর্মে নিহতের মাতা ফজিলা বেগম ১৬ এপ্রিল কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে কলাপাড়া পুলিশ তদন্ত শেষে অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে ৩০/৬/২০০৫ তারিখ চার্জসীট দাখিল করেন।
এ মামলায় বাদী সহ ১১ জনের সাক্ষ্য শুনানীতে অভিযুক্ত ফারুক হাওলাদার দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ বিচারক বাসুদেব রায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ফারুক হাওলাদরকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাড. আরিফুল হক টিটু ও আসামী পক্ষে অ্যাড. আরিফুল হক।