বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অতি বৃষ্টির কারণে লালমনিহাট জেলায় বন্যা নিম্ন অঞ্চল প্লাবিত বগুড়ায় ট্রাক পরিবহনের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার আত্মসাৎ ও মামলা টিএমএসএস সদস্যদের (RAISE) প্রকল্পের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দীর্ঘ ১৩ বছর পর আইনি লড়াইয়ের মাধ্যমে চাকুরী ফেরত পেলেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিত্যক্ত চুল পুনরায় ব্যবহারের মাধ্যমে ভাগ্য বোনার চেষ্টা আদিতমারীর নারীদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম প্রকাশিত সংবাদের প্রতিবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সৌরভের অর্থের অভাবের চিকিৎসা হচ্ছে না। আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি’র সভাপতি হেলাল শেখকে প্রাণঢালা অভিনন্দন

বাগেরহাট  সুপেয় পানির সংকট কাটেনি:বৃষ্টি ও পুকুরই ভরসা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ১৩৯ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  : বাগেরহাটের দক্ষিণাঞ্চলীয় অবহেলিত জনপথ হিসেবে চিহ্নিত মোরেলগঞ্জ উপজেলায় লবনাক্ততার কারনে সুপেয় পানির সংকট কাটেনি: বৃষ্টি ও পুকুরই একমাত্র ভরসা। শতকরা ৭৫ ভাগ মানুষ সুপেয় পানি পান করতে পারছেনা। এলাকার মানুষকে সুপেয় পানির অভাবে বৃষ্টি, পুকুর ও খালের পানির উপর নির্ভর করতে হয়।
১টি পৌরসভা ও ১৬ ইউনিয়নের ১৮৩টি গ্রাম ও ৫০টি হাটবাজারের সমন্বয়ে দেশের ২য় বৃহত্তম এ উপজেলা গঠিত । এখানে ৪৪০ বর্গ কিলোমিটর আয়তনে ৪ লক্ষাধিক লোকের বসবাস।  উপজেলায় সরকারি হিসেবে স্থাপিত নলকূপের সংখ্যা ৪৪ হাজার ৭৩৮ টি। এসব নলকূপ ব্যবস্থাপনার অভাবে অধিকাংশ অকেজো অবস্থায় পড়ে আছে। অনেক নলকূপের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবেনা। যে সব নলকূপ রয়েছে সেগুলোর পানি লবনাক্ততা কারনে পানের অযোগ্য। আবার অনেক নলকূপে রয়েছে আর্সেনিক। আর এ লবনাক্তার কারণে ৯০ শতাংশ মানুষের জীবন-জীবিকা বিপন্ন। প্রাকৃতিক জলোচ্ছ¡াসের ফলে মোরেলগঞ্জের ৩০ ভাগ পরিবারের স্যানিটেশন অবকাঠামো বিনষ্ট হওয়ায় স্যানিটেশন সুবিধা বঞ্চিত। যার কারণে এখানকার ৫০ ভাগ মানুষ বিভিন্ন ধরণের স্বাস্থ্যগত সম্মুখীন হচ্ছে। পাশাপাশি মাটির লবনাক্ততার কারনে  ৭৫ ভাগ কৃষি জমিতে ফসল উৎপাদন সম্ভব হচ্ছেনা। সরকারি বেসরকারিভাবে উপজেলার বিভিন্ন স্থানে নিরাাপদ পানির জন্য পন্ড সেন্ড ফিল্টার বা পিএসএফ স্থাপন করা হলেও তার অধিকাংশ অকেজো।
সরেজমিনে অত্র উপজেলায় সুপেয় পানির সমস্যা ও ৬টি ইউনিয়ন মোরেলগঞ্জসদর, বারইখালী, নিশানবাড়িয়া, বহরবুনিয়া, জিউধারা, খাউলিয়ার  সুপেয় পানির সমস্যরা বাস্তব চিত্র মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছে বেসকরারি সংস্থা র্ডপ মোরেলগঞ্জ। উপস্থিত ছিলেন র্ডপ’র প্রোগ্রাম সমন্বয়কারী আমির খসরু। এতে আরো জানানো হয়, এ ৬ ইউনিয়নে নিরাপদ পানির জন্য সরকারীভাবে ২৫৩টি পন্ড সেন্ড ফিল্টার-পিএসএফ স্থাপন করা হলেও বর্তমানে ১০৬টি অকেজো হয়ে পড়ে আছে। নলক‚পের পানি পান করা না গেলেও এই ৬টি ইউনিয়নে ১৩৬৮টি নলক‚পের মধ্যে বর্তমানে ৩৯৬টি অকেজ অবস্থায় পড়ে আছে। নিরাপদ পানিরজন্য স্থানীয়রা দূর দূরান্ত (১-৩ কি.মি.) থেকে পুকুরের পানি সংগ্রহ করে পান করছে।

আবার কখনো দেখা যাচ্ছে উপজেলা পরিষদের মধ্যে একটি পুকুর ও থানা পুকুরের পানি সংগ্রহের জন্য সকাল থেকে মধ্য রাত পর্যন্ত নারী পুরুষ ভ্যান ও কলসি নিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায় একটু সুপেয় পানির জন্য। জন সাধারণের একটি দাবি সংশ্লিষ্টি কর্মকর্তাদের কাছে নতুন পুকুর বা পুরাতন পুকুর খনন করে পৌরসভা সহ মোরেলগঞ্জ উপজেলা জনসাধারণের প্রানের দাবি একটু সুপেয় পানির ব্যবস্থা করে দেওয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451