অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং এলাকায় পীরকে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় সালাহউদ্দীন নামের একজনকে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ।সোমবার মাগরিবের নামাজের সময় পেছন থেকে পীর শাহ আলম নাঈমীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার ভক্তরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জহির আরটিভি অনলাইনকে জানান, রাত সাড়ে আটটার দিকে মাওলানা শাহ আলম নাঈমী নামের পীরকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ক্যাজুয়েলিটি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে এস আই জহির বলেন তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।খবর পেয়ে হাসপাতালে ভীড় করেছেন পীরের ভক্তরা।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ইউসুফ মিয়া জানান, এ ঘটনার পর সালাহউদ্দীন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।