বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা:
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১১ কোটি ১৭ লাখ টাকা ব্যায়ে ৩১
থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রঞ্জন কুমার দত্তের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা
আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি
হিসাবে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের চীফ ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার
জেনারেল এম এ মোহী, সিভিল সার্জন আজিজুল হক, মেয়র আব্দুল বারেক
সরদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, সাধারণ
সম্পাদক মিজানুর রহমান, চেয়ারম্যান মমিন আলী ও তোজাম্মেল হোসেন,
আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক সরকার ও আব্দুল মান্নান বক্তব্য রাখেন। পরে
প্রধান অতিথি নামফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কাজের
উদ্বোধন করেন।