রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলাপাড়ায় রাখাইনদের ভূমি সমস্যা ও সমাধানে করনীয় সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ২১৫ বার পড়া হয়েছে

অওরীর মাহামুদ (পারভেজ)  কলাপাড়া প্রতিনিধি ঃ

বরিশাল অঞ্চলের রাখাইনদের ভূমি সমস্যা ও সমাধানে: বর্তমান প্রেক্ষিত ও করনীয়’ শীর্ষক এক আলোচনা সভা রবিবার (১৯ মার্চ) সকাল ১০টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বরিশালের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও এবিএম সাদিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, ঢাকা বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মেদ খান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, গবেষক (প্রাণ ও বৈচিত্র) পাভেল পার্থ, প্রতিবেদক রাজীব নুর, বাংলাদেশ আদিবাসী ফোরাম নেতা দীপায়ন খীসা, কারিতাস আইসিডি প্রকল্পের ইনচার্জ মেইনথিন প্রমিলা। স্থানীয় রাখাইনদের মধ্যে বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেনরাখাইন নেতা উথাচিং, চোথান, দামো, নারী রাখাইন মাতেন, লাখেন প্রমুখ।রাখাইনরা জানান, তাদের ছ-আনিপাড়ার মুখশা এবং চলাচলের রাস্তা দখল করে একটি প্রভাবশালী মহল স্থাপনা তুলছে। নাচনাপাড়ায় তাদের পুকুর এবংশ্মশান দখল করে নেয়া হয়েছে। তাদের চাষাবাদের জমির মধ্যের খাস জমি অন্য জাতির মানুষকে বন্দোবস্ত দেয়ায় সমস্যা দেখা দিয়েছে। জাল-জালিয়াত চক্র জমিজমা হাতিয়ে নিচ্ছে। এসময় উপজেলা চেয়ারম্যান রাখাইনদের উদ্দেশ করে সংখ্যালঘু হয়ে জন্ম নেয়াই পাপ বলায়- রাখাইনরা ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেন। রাখাইনরা তাদের এই দেশে শান্তিপুর্ণ সহাবস্থান নিশ্চিত করার দাবি জানান। রাজনীতিক, দেশের বিশিষ্ট নাগরিক পঙ্কজ ভট্টাচার্য বলেন, অবিচারে ভরে গেছে দেশ- সেটা ভাবার কারন নেই, কিছু লোক এখনও প্রতিবাদ করার মতো রয়েছে। বৈমাত্রিক সুলভ আচরণ হলে মেনে নেয়াহবে না। জীবন থেকে জীবনের শিক্ষা নেয়ার আহ্বান জানান তিনি। কমে আসবেরাখাইনদের দুর্ভোগের অর্ধেক কাহিনী।প্রশাসন এবং জনপ্রতিনিধিদের তিনি বলেন, রাখাইনদের চশমায় তাদের কষ্টের দৃশ্য দেখতে হবে। বুঝতে হবেএবং নিরসন করতে হবে বলেও তিনি রাখাইনদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার আহ্বান জানান। মেইনথিন প্রমিলা জানান, এ পর্যন্ত কারিতাস রাখাইনদের ২৯২টি মামলার ৭৮টি মামলায় রায় পেয়েছে। যার মাধ্যমে৬৭৪ একর জমি উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451