এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ উপজেলার
বীজবাগ ইউনিয়নে অভিযান চালিয়ে বোমা পাটোয়ারী (৪০) নামের এক মাদক
স¤্রাটকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা
হয়। শনিবার দুপুরে গ্রেফতারকৃত বোমা পাটোয়ারীকে আদালতের মাধ্যমে কারাগারে
প্রেরণ করা হয়েছে। এরআগে, শুক্রবার গভীর রাতে স্থানীয় খলিল মিয়ারহাটে অভিযান
চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি
পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নূর আলমের নেতৃত্বে উপজেলার খলিল
মিয়ারহাটে অভিযান চালানো হয়। এসময় ১০৫ পিস ইয়াবাসহ মাদক স¤্রাট বোমা
পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। এসময় বোমা পাটোয়ারীর অপর সহযোগী মোতালেব
হোসেন (৪৪) পালিয়ে যায়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ
চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত বোমা পাটোয়ারীর বিরুদ্ধে
সেনবাগ থানায় একাধিক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে
আরো মামলা দায়ের করা হয়েছে।