শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক-নছিমন মুখোমুখি সংঘর্ষে
ইলমি (১০) নামের ৩য় শ্রেণির এক স্কুল শিক্ষার্থী নিহত ১ এবং
অপর ৩ জন আহত হয়েছে। নিহত ইলমি চাচই গ্রামের বাশার
মোল্লার মেয়ে। আহতরা হলেন বাশার মোল্লার স্ত্রী পপি বেগম
,লামিয়া (১৮) এবং বাশার মোল্লার ভাগ্নী তন্নি (১৫)।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে গত সোমবার সন্ধ্যায়
তারা সকলে লোহাগড়া থেকে বাড়ি ফেরার পথে লোহাগড়া-
–লাহুড়িয়া সড়কের চাচই ব্রিজের কাছে পৌছালে বিপরীত দিক
থেকে আসা ইট বোঝাই একটি নছিমনের সাথে মুখোমুখি
এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর আহতদের দ্রুত লোহাগড়া
হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইলমিকে মৃত ঘোষনা
করে। নিহত ও আহতরা সকলেই ইজিবাইকের যাত্রী ছিল ।