সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মানুষকে উন্নত সেবা দিন, তাদের ঠকাবেন না : রাষ্ট্রপতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ৪৩১ বার পড়া হয়েছে

বাসস ,

কিশোরগঞ্জ, ১২ মার্চ, ২০১৭ (বাসস) : রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সব ধরনের সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে স্থানীয় সরকার সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি আজ বিকেলে মিঠামইন উপজেলার আব্দুল হক কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক জনসভায় বলেন, ‘জনগণের উন্নত সেবা নিশ্চিত করতে আপনাদের (জনপ্রতিনিধি) অবশ্যই আন্তরিকভাবে এবং সততার সঙ্গে কাজ করতে হবে। আপনারা তাদের সঙ্গে প্রতারণা করতে পারেন না।’
রাষ্ট্রপতি বলেন, অনেক নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন যারা সাধারণ মানুষের সঙ্গে জমিদারের মত মনোভাব দেখান।
তিনি বলেন, ‘অনেক স্থানীয় সরকার প্রতিনিধি ভোট আদায়ের লক্ষে ভোটের আগে সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, অথচ নির্বাচিত হওয়ার পরক্ষণেই তাদের মনোভাব বদলে যায়। রাষ্ট্রপতি বলেন, এটা উচিত নয়। জনপ্রতিনিধিদের নির্বাচনের পরও একই থাকা উচিত।’
আবদুল হামিদ দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষেত্রে সচেতন হতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘সাধারণ মানুষকেও তাদের নেতা নির্বাচনে অবশ্যই সচেতন থাকতে হবে, আমি বিশ্বাস করি, এটা হলেই তা দেশকে এগিয়ে যেতে সাহায্য করবে।’
রাষ্ট্রপতি বলেন, জনপ্রতিনিধিরা সচেতন হলে সরকারি কর্মকর্তারাও সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে করতে বাধ্য হবে।
নিজের শৈশবের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, যদিও তিনি বঙ্গভবনে বসবাস করেন, তবু তার মন সবসময় এই হাওর অঞ্চলেই পড়ে থাকে যেখানে তিনি বেড়ে উঠেছেন। তিনি সবসময়ই এই এলাকার জনগণের কথা ভাবেন।
তিনি বলেন, ‘আল্লাহ যদি আমাকে দীর্ঘ জীবন দান করেন আমি আবার হাওর এলাকায় ফিরে আসবো।’
রাষ্ট্রপতি আবদুল হামিদ হাওর অঞ্চলের লোকদের প্রতি তাদের সন্তানদের শিক্ষিত হতে উৎসাহদানেরও আহ্বান জানান, যাতে তারা এ অঞ্চলের উন্নয়নে অবদান রাখতে পারে। তিনি আরো বলেন, ‘এটা প্রতিযোগিতার যুগ, আপনাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলুন, যাতে তা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় তাদের সহায়ক হয়। এতে হাওরের উন্নয়ন হবে।’
হাওর অঞ্চলের লোকদের সমস্যা সম্পর্কে আবদুল হামিদ বলেন, এখানে টিকে থাকার জন্য তারা প্রকৃতির বিরুদ্ধে লড়াই করছেন এবং বন্যা ও ভাঙ্গনের কারণে এ অঞ্চলের অনেক গ্রাম বিলীন হয়ে গেছে।
রাষ্ট্রপতি আরো বলেন, গত ১৪ বছরে হাওর অঞ্চল সড়ক ও অবকাঠামো সেক্টরসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন প্রত্যক্ষ করেছে, যা এখানকার মানুষের জীবনকে করেছে অনেক সহজতর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, আফজাল হোসেন এমপি, সোহরাব হোসেন এমপি এবং কিশোরগঞ্জ জেলা পরিষদেও চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান।
এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিঠামইনে তমিজা খাতুন সরকারি বালিকা বিদ্যালয়ের একটি নতুন ভবন উদ্বোধন করেন।
তিনি ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন অবকাঠামো, একটি মার্কেট ও বিভিন্ন উন্নয়ন কাজের স্থানও পরিদর্শন করেন।
রাষ্ট্রপতি বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজের মান নিশ্চিত করা ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451