বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন

ঐশীর আপিল শুনানি শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ৩৭৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ

পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রীকে হত্যা মামলায় মেয়ে ঐশী রহমানকে নিম্ন আদালতের দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল শুনানি শুরুর আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির আদালতে রাষ্ট্রপক্ষের পেপার উপস্থাপন করেন।

এর আগে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ঐশীর করা আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য ৭শ’ ২০ পৃষ্ঠার পেপার বুক প্রস্তুত করা হয়।গেলো বছরের ১৫ নভেম্বর ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে তাদের মেয়ে ঐশী রহমানকে দু’বার মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায়ে প্রতি মৃত্যুদণ্ডের সঙ্গে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ২ বছর কারাদণ্ড দেয়া হয়। ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগের নিজ বাসা থেকে মাহফুজুর রহমান ও তার স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। ১৭ আগস্ট মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান পল্টন থানায় হত্যা মামলা করেন। ওই দিনই পুলিশ দম্পতির মেয়ে ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করে বাবা-মাকে হত্যার কথা স্বীকার করেন। এরপরে ২৪ আগস্ট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451