মোঃ আশিকুর রহমান (টুটুল), নাটোর ব্যুরো প্রধান,
শনিবার ভোরে নাটোরের লালপুর উপজেলার সালামপুর বাজারের হক মার্কেটে
অগ্নিকান্ডে ৩ টি দোকানের প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই
হয়েছে।
জানা গেছে, ভোরের কোন এক সময় হক মার্কেটের আশিকুর রহমানের
ইলেট্রনিক্স এর দোকানে বৈদ্যুতিক সক সার্কিটে আগুনের সূত্রপাত হয়।
এতে আশিকুর রহমানের ইলেকট্রিক দোকানে থাকা কম্পিউটার, কিছু
সংখ্যক মোবাইল ফোন, মোবাইল ফোনের চার্জার, মেরী কার্ড, ইলেকট্রিক
ও ইলেকট্রনিক্ধসঢ়;্র সামগ্রী সহ পাশের শম্ভুনাথ এর দর্জির দোকানের ৪
সেলাই মেশিন, কাপড় সহ পুড়ে ও কেরামত আলীর মুদি দোকানের আংশিক
পুড়ে যায়। পরে লালপুর ফায়ার সার্ভিস এর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে দোকান মালিকদের প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা
গেছে।