এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগের উপজেলার
ফেনী-নোয়াখালী মহাসড়কে একটি পিকনিক বাসের সাথে ট্রাকের মুখোমুখি
সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) উপজেলার তুলাতলি নামক স্থানে
এ দূঘটনা ঘটে। এসময় সংঘর্ষে পিকনিক বাসের ২০ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে
গুরুতর আহত ১০ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি
আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। হাসপাতালে ভর্তিকৃত
আহতরা হলেন, বিপ্লব (৩৫), ডলি (৩০), পমি আক্তার (১২), কাউচারা বেগম (২৫), ইফতি
(৬), সুইটি বেগম (২৯), ফাইমা বেগম (১৪), এমরান (৪০), ফিরোজ (৩৫) ও নুর জাহান
বেগম (৪৫)। আহতদের বরাত দিয়ে নোয়াখালী জেনারেল হাসপতালের আবাসিক
মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার ফরিদ উদ্দিন জানান, জেলা শহর মাইজদী থেকে
চট্টগ্রামের উদ্দেশ্যে পিকনিকে যাওয়ার পথে সেনবাগের তুলাতলি নামক স্থানে
পৌঁছলে পিকনিকের হিমাচল সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত
দিক আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে ২০
জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর ১০ জন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি
হয়েছে। বাকি আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। সেনবাগ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের
উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।