সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার
ষোলপাড়া গ্রামের মসজিদ কমিটির সদস্যদের মিথ্যা মামলা দায়ের করার
প্রতিবাদে ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন
গ্রামবাসীরা। শুক্রবার দুপুরে সোনারগাঁও পৌর ভবনের সামনে তিন গ্রামের
শতশত নারী পুরুষ একত্রিত হয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।
জানা যায়, সোনারগাঁও পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর ষোলপাড়া গ্রামের শাহী
মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া সরকারী খালের উপর ওই গ্রামের জহিরুল ইসলাম
বাবুল মসজিদের একাংশ ভেঙ্গে সেতু নির্মান করছেন। স্থানীয় মুসলিরা
মসজিদের অযুখানা ভেঙ্গে সেতু নির্মান কাজ বন্ধ করার জন্য জহিরুল ইসলামকে
বাধা দেওয়ায় গত ২৭ ফেব্রুয়ারী ভুমিদস্যূ জহিরুল ইসলাম মসজিদ কমিটির
সদস্য সহ গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। শুক্রবার জুমার
নামাযের পর ষোলপাড়া, লাহাপাড়া ও ভট্টপুর গ্রামের কয়েক শত নারী পুরুষ একত্রিত
হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর দুলাল মিয়া ও সংরক্ষিত
কাউন্সিলর জায়েদা আক্তার মনি জানান, ভুমিদস্যূ জহিরুল ইসলাম বাবুল মসজিদ
কমিটির সদস্য ও গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন।
গ্রামবাসীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান
তারা।
উত্তর ষোলপাড়া শাহী মসজিদের সভাপতি মঞ্জুর হোসেন ও সাধারন সম্পাদক
ইউসুফ মজুমদার জানান, জহিরুল ইসলাম বাবুল মসজিদের অযুখানার একাংশ
ভেঙ্গে ব্যক্তি মালিকানায় সেতু নির্মান করছেন। মসজিদের মুসলিরা তাকে
নিষেধ করার পরও সে তার লালিত সন্ত্রাসী পৌরসভা ছাত্রলীগের সহ সভাপতি নবনুর
হাসান সাবিদ তার বাহিনী দিয়ে সেতু নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে।
গ্রামবাসীরা বাধা দেওয়ায় সে গ্রামবাসী ও মসজিদ কমিটির সদস্যদের
বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। গ্রামবাসীদের বিরুদ্ধে দায়ের করা মামলা
প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান তারা।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত জহিরুল ইসলাম বাবুল হোসেন বলেন, আমার
নির্মানাধীন কাজে বাধা দিয়ে কিছু লোক চাদাঁ দাবি করায় তাদের বিরুদ্ধে
মামলা দায়ের করেছি। আমি কোনো মসজিদ কমিটির সদস্য ও নিরপরাধ কাউকে
আসামী করে মামলা দায়ের করিনি।
সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়েদুল হক বলেন, মামলায়
নিরপরাধ কোনো ব্যক্তির নাম উলেখ থাকলে সঠিক তদন্ত করে তাদের নাম বাদ
দিয়ে প্রতিবেদন দাখিল করা হবে।