মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ
শেখ হাসিনা বাপের বেটি, তার নেতৃত্বে সারা বাংলাদেশে আজ ব্যাপক উন্নয়ন হচ্ছে।
নীলফামারীতে শেখ হাসিনার সরকার মাত্র একটি ইউনিট নিয়ে ইপিজেটের যাত্রা
শুরু করে। বিএনপি,জামাত ক্ষমতায় আসার পর তা বন্ধ করে দিয়েছে।বর্তমানে
ইপিজেটে ২৬হাজার লোকজন কাজ করছে। আমরা কমিউনিটি ক্লিনিক করেছি
তারা বন্ধ করে দিয়েছে।বর্তমানে গ্রামের অবহেলিত মানুষ কমিউনিটি ক্লিনিক
থেকে সেবা নিচ্ছে। ইতিপূর্বে বিএনপি,জামাত দেশের কোন উন্নয়ন
করেনি।শেখ হাসিনা বাপের বেটি, তার নেতৃত্বে গোটা বাংলাদেশে আজ ব্যাপক
উন্নয়ন হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে ৮৬ লাখ ৬৪হাজার ৯শত ২১টাকা ব্যায়ে ডোমার উপজেলার
বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বোড়াগাড়ী
দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি উল্লেখিত কথাগুলো
বলেন। তিনি আরো বলেন, এক সময় নীলফামারীর মানুষকে বিএনপি মফিজ বলে
আখ্যায়িত করেছে। আজ ওই সকল মফিজের হাতে হাতে মোবাইল ফোন। এটা
এমনিতেই হয়নি। এটা শেখ হাসিনার অবদান।তিনি বলেন, ২০১৩-১৪ সালে
বিএনপি,জামাত আন্দোলনের নামে জান্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। তারা বাসে
আগুন দিয়েছে,বোমা ফাটিয়ে পুলিশ মেরেছে,বিদ্যুতের খুটি উপড়ে
ফেলেছে,রাস্তা কেটে নষ্ট করেছে। এরা দেশের মানুষের ভালো চায়না। ইসলামের নামে
গুলশানের হলি আটিজমে হামলা করে দেশী/বিদেশী ২০জন মানুষ মেরেছে। তারা আসলে
মুসলমান নয়,তারা মানুষও নয়, তারা দানব। তাদের বিষয়ে সাবধান থাকতে হবে।
বর্তমান সরকারের অধিনে ইতিমধ্যে নীলফামারীতে ব্যাপক উন্নয়ন হয়েছে।
আগামীতে এ এলাকায় আরো ব্যাপক উন্নয়ন হবে। বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান
ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদের সভাপতিত্বে
আলোচনা সভায় বক্তব্য রাখেন,নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন
সরকার, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারন
সম্পাদক এ্যাড মমতাজুল হক, নীলফামারী পৌর আওয়ামীরীগের সভাপতি মুসফিকুর
রহমান রিন্টু, নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, এলজিইডির
জেলা নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান
আব্দুর রাজ্জাক বসুনিয়া, ইউএনও সাবিহা সুলতানা, উপজেলা প্রকৌশলী শাহ
ওবায়দুর রহমান প্রমূখ।