বুধবার, ০১ মে ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

“সবাই স্বাধীনতা চাই”

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ২৮২ বার পড়া হয়েছে

 

লেখকঃ হেলাল শেখ,

 

 

স্বাধীনতা আমরা সকলেই চাই,

স্বাধীনতা পাওয়া সহজ নয়।

আমাদের স্বাধীনতা কলংকিত নয়,

যদিও মা-বোন কলংকিত হয়!

১৯৭১ সালে ৯ মাস যুদ্ধের ইতিহাস,

ছোট বড় সবাই জানেনতো?

আজও মনে হয় সেই দিনগুলোর স্মৃতি,

মনে হয় বেশি দিন নয়।

এখনও প্রতিদিন কোনো না কোনো স্থানে

মা-বোনেরা নির্যাতনের শিকার হচ্ছেন।

পুলিশ, সাংবাদিক, আইনজীবি ও রাজনৈতিক

নেতাদেরও কোনো নিরাপত্তা নেই।

যেখানে-সেখানে মানুষকে পশু পাখির মতো

হত্যা করা করা হচ্ছে।

কিসের জন্য যুদ্ধ সেই ৭১ সালে ?

সেই যুদ্ধ কি থেমে আছে বলুনতো ?

আজ বাংলার মানুষ মুক্তি চায়,

এই কি তার নমুনা? যুদ্ধ থামছে না।

পদ্মা, মেঘনা, যমুনা’র পানিতে

কত লাশ দেখা যায়।

সড়কে, মহাসড়কে কত দুর্ঘটনা ঘটছে,

অকালে কতজন যে প্রাণ হারাচ্ছেন এর কোনো হিসাব নেই।

এই কি আমাদের প্রাণের চাওয়া স্বাধীনতা?

লিখলে শত কবিতা শেষ হবে না।

তবুও যতটুকুও লিখেছি ,

সেই লেখার স্বাধীনতা হারাতে চাই না।

বর্তমানে ডিজিটাল বাংলাদেশ,

বেশ বেশ, মোবাইল ও ফেসবুক নিয়ে

ব্যস্ত নারী ও পুরুষগণ।

মা-তার শিশুকে দুধ না দিয়ে

মোবাইলে বন্ধুর সাথে বলছেন কথা,

সন্তানও তার স্ত্রী নিয়ে থাকেন, মা-বাবাকে দেয় ব্যথা।

হায়রে দুনিয়ার মানুষ,ভোগ-বিলাসিতায় ব্যস্ত সবাই,

এখানে কেউ কারো নয় আপন।

এটা কোনো কবিতা বা গল্প নয়,

বাস্তবতা অনেক কঠিন হলেও তা মানতে হয়।

আমি কবি বা লেখক নয়,

তবুও লিখতে চেষ্টা করি ,যে জীবনটাই একটা গল্প।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451