রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কেথুড়ী
বাজার পরিচালনা কমিটি অনিয়ম ও স্বজনপ্রীতির
মধ্যাদিয়ে গঠনের বিরুদ্ধে বৃহস্প্রতিবার সকাল দশটায়
কেথুড়ী বাজারের একটি ক্লাবে কয়েকজন ব্যবসায়ী
সংবাদ সম্মেলন করেন। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাতেনের
সভাপতিত্বে সংবাদ সম্মেলনে স্বজনপ্রীতি ও নানা
অনিয়মে নবগত কমিটি প্রতিহতের ঘোষনা দিয়ে বক্তব্য
রাখেন দেলোয়ার হোসেন,রফিক উল্যাহ,জামাল
পাটোয়ারী,কবির ও জসিম উদ্দিন প্রমূখ। আব্দুল মতিন
জানান তিনি কেথুড়ী বাজার পরিচালনা কমিটির সভাপতি
পদে ছিলেন। কমিটির মেয়াদ শেষ না হতেই একটি
স্বার্থন্বেষী মহল অনিয়ম ও স্বজনপ্রীতির মধ্যাদিয়ে
পুণরায় অপর একটি পকেট কমিটি অনুমোদন দেয়। ফলে
বাজারের একাধিক ব্যবসায়ীরা ক্ষোভ, পকেট কমিটি
প্রতিহতের ঘোষনা দেয়। তিনি জানান ভাদুর ইউপি
কেথুড়ী ওয়ার্ড আ’লীগের নবাগত কমিটি বিরুদ্ধে
আপত্তি করায় আ’লীগের দলীয় স্বার্থন্বেষী মহল বাজার
পরিচালনা কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করে।
কেথুড়ী বাজার পরিচালনা কমিটিসহ ওই ওয়ার্ডের
আ’লীগের দলীয় কমিটিতে ত্যাগী ও যোগ্য ব্যাক্তিদের
উপেক্ষা করা হয়েছে।