গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার
গোপীনাথপুর কাজীপাড়ায় ফরিদ সিকদার (৪০) নামে এক
ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার আপন ভাই ও তার
স্বজনেরা।
রোববার রাত সোয়া ৯ টার দিকে ওই এলাকার সৌদি
প্রবাসী হাফিজ উদ্দিন খানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি গোপালগঞ্জের পার্শ্ববর্তী নড়াইল জেলার
কালিয়া উপজেলার পানিপাড়া গ্রামে। এ ঘটনায় পুলিশ ৪
হত্যাকারীকে আটক করেছে। তারা হলেন নিহতের ছোট ভাই
মিরাজ সিকদার (৩৫), হত্যাকারী মিরাজের দুই ছেলে ও
ভাগ্নে আলামিন।
আত্মীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক দিন
আগে ফরিদ সিকদার তার ছোট ভাই মিরাজ সিকদারের ঘর
আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর থেকে ফরিদ প্রাণ ভয়ে ওই
আতœীয় বাড়ি অবস্থান করছিলেন। পারিবারিক কলহের জের
ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলেও তারা জানান।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো: সেলিম রেজা
জানিয়েছেন, হত্যাকারীরা রাত সোয়া ৯ টার দিকে হঠাৎ
করে ওই গ্রামের খান মঞ্জিলে ঢুকে হামলা চালিয়ে ফরিদ
সিকদারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে এবং তার
ডান হাত কেটে ফেলে।
এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ওই বাড়ি ঘেরাও করলে
হত্যাকারীরা দরজা আটকে ঘরের ভিতরে অবস্থান নেয়। এই
ঘটনা গ্রামে ছড়িয়ে পড়লে হাজার হাজার গ্রামবাসী
তাদের ঘেরাও করে পুলিশে খবর দেয়। রাত ১১টার দিকে পুলিশ
ঘটনাস্থলে অভিযান চালিয়ে হত্যাকারীদেরকে আটক করে।