শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আগামিকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৬১ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ ঃ

আগামিকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত

বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

জেলা আইনজীবী সমিতির মূখ্য নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. তাহির

জামিল জানান, ২টি পরিষদে এবার ভোট হচ্ছে। এরমধ্যে সম্মিলিত আইনজীবী

সমন্বিত পরিষদ মনোনীত সামাদ-নজরুল পরিষদ থেকে সভাপতি পদে অ্যাডভোকেট

আলহাজ্ব আব্দুস সামাদ ও সেক্রেটারী জেনারেল পদে অ্যাডভোকেট আলহাজ্ব নজরুল

ইসলামসহ বিভিন্ন পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর দিকে

কাজল-ওদুদ পরিষদ থেকে সভাপতি পদে অ্যাডভোকেট মোসাদ্দেক হোসেন কাজল ও

সেক্রেটারী জেনারেল পদে অ্যাডভোকেট আব্দুল ওদুদসহ বিভিন্ন পদে আরো ১৫ জন

প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সামাদ-নজরুল পরিষদ থেকে সহ-

সভাপতি পদে মো. আব্দুল মজিদ, একই পদে মোহা. ইউসুফ আলী-২, সহ-

সেক্রেটারী জেনারেল পদে মোহা. ফেরদৌসুল আলম ডলার. একই পদে আলহাজ্ব মোহা.

জাকারিয়া-২, সেক্রেটারী ফর একাউন্টস্ধসঢ়; পদে মো. ইলিয়াস বিশ্বাস, সেক্রেটারী

ফর কালচার এন্ড ম্যাগাজিন পদে মো. মোস্তাফিজুর রহমান বুলেট এবং সেক্রেটারী

ফর লাইব্রেরী পদে রায়হান এ.কে নাহিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই পরিষদ থেকে

সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিলকিশ খাতুন, সৈয়দ শাহ জামাল, তসিকুল

ইসলাম, আলহাজ্ব গোলাম মোস্তফা-৩, শহিদুল ইসলাম পলাশ ও আব্দুল হাদি।

অন্যদিকে সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম টিপু, একই পদে নুরুল ইসলাম

সেন্টু, সহ-সেক্রেটারী জেনারেল পদে মোহা. ফরহাদ হোসেন মিলন, একই পদে

মোহা. মিজানুর রহমান-২, সেক্রেটারী ফর একাউন্টস্ধসঢ়; পদে মো. দুরুল হোদা,

সেক্রেটারী ফর কালচার এন্ড ম্যাগাজিন পদে মো. ওমর ফারুক এবং সেক্রেটারী ফর

লাইব্রেরী পদে মো. জাকির হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই পরিষদ থেকে

সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহীদুর রহমান, মোহা. আলউদ্দিন, এম মাহবুব

আলম জুয়েল, মো. ইকবাল আজম হীরা, মো, সাদিকুর রহমান সরকার ও মো. মাসির

আলী। গত ১৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল ও বাছাই কাজ সম্পন্ন হয়। সহকারী

নির্বাচন কমিশনার হিসাবে রয়েছেন অ্যাডভোকেট এবিএম সাইদুল ইসলাম ও

অ্যাডভোকেট এতমাতুদ্দৌলা মুকুট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451