সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মঙ্গলেরগাঁও বটতলা বাজারে শনিবার গভীর রাতে
ইমরান টেলিকম অ্যান্ড ভেরাইটিজ নামের দোকানে দূধর্ষ চুরির ঘটনা
ঘটেছে। এ ঘটনায় দোকানের মালিক কবির হোসেন বাদী হয়ে রোববার
থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত
থাকার অভিযোগে একজন নৈশ প্রহরী সহ তিন জনকে আটক করেছে
পুলিশ।
লিখিত অভিযোগে উল্লেখ করেন, দোকান মালিক কবির হোসেন প্রতি
দিনের ন্যায় গত শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়।
রোববার সকালে দোকানে এসে দেখে দোকানের তালা নেই। পরে সাটার
খুলে ভিতরে গিয়ে তিনি দেখেন দোকানে থাকা তিনটি মুঠোফোন,
৮০ হাজার টাকার মোবাইল কার্ড, নগদ ২৫ হাজার টাকা, কসমেটিক
এবং বিভিন্ন পন্য সামগ্রীসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল
চুরি হয়ে গেছে।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আপন কুমার মজুমদার
জানান, দোকানে চুরির ঘটনায় বাজারের নৈশ প্রহরী আব্দুল হালিম এবং
সাকিবুল ইসলাম ও নবী হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা
হয়েছে।