বাংলার প্রতিদিন ডট কম ঃ
দুর্দান্ত এক ইনিংস খেলে সাকিব-তামিমদের দল পেশাওয়ার জালমিকে জয় এনে দিলেন শহিদ আফ্রিদি। আর এ জয়ে কোয়েটাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে সাকিব-তামিমদের দল।টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১২৮ রানেই শেষ হয় মাহমুদউল্লাহ রিয়াদের কোয়েটারের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন কেভিন পিটারসেন। আর শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ২ বলে শূন্য রান করেন মাহমুদউল্লাহ। পেশোয়ারের পক্ষে মোহাম্মদ আসগর নেন ৩ উইকেট। এছাড়া সাকিব নেন ১ উইকেট । ১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ৭ রানে তামিমকে ফেরায় মাহমুদউল্লাহ। ১ বলে ১ রান করে রান আউট হন সাকিব। এরপর পরপর দু’বলে শোয়েব ও ড্যারেনকে ফেরায় মাহমুদউল্লাহ। তবে আফ্রিদির ২৩ বলে ৪৫ রানের ইনিংসের উপর ভর করে জয় তুলে নেয় পেশোয়ার জালমি।দলের হয়ে মাহমুদউল্লাহ ও টাইমাল মিলস তিনটি করে উইকেট নেন