অনলাইন ডেস্কঃ
নতুন প্রজন্মকে মেধা ও মননে এগিয়ে নিতে খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে সরকার। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার সকালে পল্টনে চতুর্থ রোলবল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, যে কোনো খেলা মানুষকে সবধরনের অন্যায় অপরাধ থেকে বিরত রাখে। যুব সমাজকে সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। আর সেজন্য বর্তমান সরকার এর প্রতি অধিক গুরুত্ব দিচ্ছে।তিনি আরো বলেন, জঙ্গিবাদের থাবা থেকে খেলাধুলার মাধ্যমে বর্তমান যুবসমাজকে বাঁচিয়ে রাখতে হবে। বিদেশি খেলার পাশাপাশি দেশীয় খেলার প্রতিযোগিতায় আয়োজক ও পৃষ্ঠপোষকদের আরো ভূমিকা রাখতে হবে।প্রধানমন্ত্রী বলেন, দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে পদ্মাসেতুর মূল পয়েন্টে ক্রীড়া কমপ্লেক্স তৈরির চিন্তা করছে সরকার। এজন্য একটি পরিকল্পনাও হাতে নিয়েছে। দেশের ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নিতে এবং এর উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে।শেখ হাসিনা আরো বলেন, খেলাধুলা শুধু বিনোদনই দেয় না। মানুষের সঙ্গে মানুষ ও রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বন্ধুত্ব সুদৃঢ় করে। আন্তমহাদেশীয় সম্পর্ক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।চতুর্থ রোলবল বিশ্বকাপে ৩৯টি দেশের ৬শ’ ২৫ জন ক্রীড়াবীদসহ সবাইকে ধন্যবাদ জানান তিনি।