শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

গুরুদাসপুরে কলেজ থেকে ১৫টি ল্যাপটপ চুরি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৯২ বার পড়া হয়েছে

 

গুরুদাসপুর প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রী কলেজের

আইসিটি কক্ষ থেকে রাতের অন্ধকারে সরকার প্রদত্ত ১৫টি ল্যাপটপ চুরি করে

নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে ওই চুরির ঘটনা ঘটে।

এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বললে অধ্যক্ষ রসুলউদ্দিন মৃধা জানান,

প্রায় ২ সপ্তাহে আগে কলেজের নৈশপ্রহরী লোকমান হোসেনের মৃত্যুর পর ওই

পদে কোন কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। তবে কলেজের আইসিটি শিক্ষক

মোনায়েম হোসেনের উপর আইসিটি বিষয়ক সমস্ত দায়িত্ব অর্পন করা

ছিল। অপরদিকে আইসিটি শিক্ষক মোনায়েম হোসেন বলেন আমি

বিভাগীয় দায়িত্ব পালন করলেও রাতে আইসিটি কক্ষ পাহারায় নিয়োজিত

ছিলাম না। এ চুরির ব্যাপারে আমি কিছুই জানিনা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, ওই কলেজে

ল্যাপটপ চুরির ব্যাপারে প্রতিষ্ঠান প্রধানের দায়িত্বে অবহেলাই একমাত্র কারন।

বুধবার বেলা সাড়ে ১০টায় গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান

সরকার ও এস আই রফিকুল ইসলাম ঘটনাস্থল তদন্ত শেষে ল্যাপটপ চুরির ঘটনা

নিশ্চিত করে বলেন, চোরেরা গভীর রাতে কলেজের প্রশাসনিক ভবনের প্রধান

গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে আইসিটি কক্ষের তালাও ভেঙ্গে ফেলে ১৫টি

ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে। সেখান থেকে প্রধান গেট ও আইসিটি

কক্ষের দুটো তালা জব্দ করা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে কোন চোর সনাক্ত করা

যায়নি। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ মামলা করলে তদন্ত সাপেক্ষে অপরাধিদের

বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451