নাটোর ,লাল্পুর প্রতিনিধি ঃলালপুরে ভাষা শহীদদের প্রতি সর্ব সাধারণের বিনম্র শ্রদ্ধা
অমর একুশের প্রথম প্রহরে লালপুর উপজেলা পরিষদস্থ শহীদ মিনারে শহীদদের প্রতি
শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ।পর্যায়ক্রমে লালপুর উপজেলা
প্রশাসন,উপজেলা পরিষদ,লালপুর;লালপুর পুলিশ বিভাগ,মুক্তিযোদ্ধা
সংসদ,লালপুরের সর্বস্তরের লোকজনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।