নাটোর ব্যুরো অফিস,
নাটোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে জালাল উদ্দিন সভাপতি ও আল
মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সিনিয়ন সহ-
সভাপতি পদে এবিএম মোস্তফা খোকন, জুনিয়র সহ-সভাপতি পদে জুলফিকার
হায়দার জোসেফ, যুগ্ম সম্পাদক পদে ইসাহাক আলী, কোষাধক্ষ্য পদে কামরুজ্জামান
দেলোয়ার, সাহিত্য পাঠাগার সম্পাদক পদে নাইমুর রহমান, ক্রীড়া ও সাস্কৃতিক পদে
আশরাফুল ইসলাম বাচ্চু, দপ্তর সম্পাদক পদে আখলাক হোসেন লাল এবং
কার্যনির্বাহি সদস্য পদে এসএম মঞ্জুরুল হাসান, মোঃ কাওছার আলী, গোলাম
গাউস ও মোঃ রাশেদুল ইসলাম রাসেল। নির্বাচনে জালাল-মামুন পরিষদ সভাপতি ও
সাধারণ সম্পাদক সহ ১০টিতে এবং রেজা-দুলাল পরিষদ তিনটিতে বিজয়ী
হয়েছেন। সর্বাধিক ২৯ ভোট পেয়েছেন এবিএম মোস্তফা খোকন। নাটোর
প্রেস ক্লাবে রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত একটানা তিন ঘন্টা
ভোট গ্রহণ করা হয়। মোট ৫০ জন সদস্যের সকলেই ভোট প্রদান করেছেন। প্রধান
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নাটোরের অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) মোঃ মুনীরুজ্জামান ভূঞা এবং সহকারী নির্বাচন কমিশনার
হিসেবে কাজ করেন জেলা তথ্য কর্মকর্ত মোহাম্মদ উল্লাহ্ধসঢ়; ও নাটোর জেলা
আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শুশান্ত কুমার ঘোষ।