আতিকুল ইসলাম দিপু,কলাপাড়া প্রতিনিধি :
কলাপাড়া উপজেলার মহিপুর থানা পুলিশ ৩২০ পিস ইয়াবাসহ ইসমাইল (৫০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার (১৮ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে
মহিপুর থানার বিপিনপুর গ্রামে অভিযান চালিয়ে
ইসমাইলের বাড়ি থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
মহিপুর থানার ইনচার্জ মো. মিজানুর
রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ইয়াবা সম্রাট ফারুককে (৩৩) আটকের চেষ্টাকালে
পুলিশের চোখ ফাকি দিয়ে পালাতে
সক্ষম হলেও তার বাবা ইসমাইলকে ইযাবাসহ
আটক করে পুলিশ।
এসময় ইয়াবা বিক্রির ৯৩০টাকা ও ৩২০ পিস ইয়াবাসহ ইসমাইলকে আটকের পর শনিবার দুপুরে তাকে কোর্টে পাঠানো হয়েছে।
ওসি মিজানুর রহমান জানান, ইসমাইলের বিরুদ্ধে
মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা
দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে।