অনলাইন ডেস্কঃ
মাত্র ৫ টাকার জন্য যাত্রীর জীবন নিলো চালক।
বুধবার দুপুরে কুমিল্লার চান্দিনায় চান্দিনা উপজেলার মাইজখার গ্রামে এ ঘটনা ঘটে।
চান্দিনা থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, সিএনজি চালিত অটোরিকশা চালকের ছুরিকাঘাতে মোঃ মাসুম বিল্লাহ নামের এ যাত্রী নিহত হন।
তিনি আরো জানান, ভাড়া নিয়ে সিএনজি চালক শাহ জালাল ও মহিলা যাত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় বিষয়টির প্রতিবাদ করেন একই গ্রামের সিএনজি যাত্রী মাসুম বিল্লাহ। পরে ওই সিএনজি চালক ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মাসুমসহ ৩ জনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
ওসি জানান, আহত মাসুমকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যালের মর্গে পাঠিয়েছে। আহতরা হলেন, তার আপন ভাই মাসুদ আলম ও চাচাতো ভাই আবু সাঈদ।
বিকালে এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।