নাটোরের গুরুদাসপুর উপজেলাধীন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের
হাজীরহাট নামকস্থানে এক সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর
৫সদস্য আহত হয়েছেন।
প্রতক্ষ্যদর্শীসূত্রে , বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে সাভার সেনানীবাসের
ওয়ারেন্ট অফিসার জহিরুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর বাস নং
৪৫২২ সাভার থেকে ১১জন সেনা সদস্য ও ছয়টি ডগস্কোয়াডের প্রশিক্ষিত
কুকুর নিয়ে কাদিরাবাদ সেনানীবাসে যাওয়ার সময় গুরুদাসপুর উপজেলাধীন
হাজীরহাট নামকস্থানে একটি ট্রলির সাথে ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী খাদে
পরে যায়।
এতে সেনাসদস্য জহিরুল ইসলাম (৪৫) শহিদুল ইসলাম (৩০) নয়ন (২৮) (৩০) ও
সোহেল (৩২)সহ ৫জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত নয়ন ও সোহেলকে
উদ্ধার করে স্থানীয় মমতাজ ক্লিনিক এবং টিম লীডার জহিরুল ইসলাম ও
শহিদুল ইসলামকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তিকরা হয়। গুরুতর
আহত নয়ন ও সোহেলকে বগুড়া সিএমএইচ হাসপাতাল এবং জহিরুল ও
শহিদুলকে কাদিরাবাদ সেনানীবাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দূর্ঘটনা
কবলিত বাসে থাকা ছয়টি ডগস্কোয়াড কুকুরের মধ্যে ১টি কুকুর মারা
যায় এবং ১টি আহত হয়। গুরুদাসপুর ফায়ার সার্ভিস সদস্য এবং থানা
পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।