লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরের রায়পুরের পৌর শহরের জনতা সুপার মার্কেরে তৃতীয় তলায় অস্থায়ী কার্যালয়ে
রায়পুর সাংবাদিক ফোরাম অবস্থিত। এই সাংবাদিক ফোরামের প্রতি আস্থা ও
সমর্থন জানিয়ে দুইজন খ্যাতনামা আইনজীবি উপদেষ্টা হিসেবে থাকার সদয়
সন্মতি জ্ঞাপন করেন। ফোরামের নবনির্বাচিত কার্যকর কমিটির নেতৃবৃন্দ
খ্যাতনামা আইনজীবিদের অভিনন্দন জানিয়ে সাংবাদিক ফোরামের উপদেষ্টা
হিসেবে গ্রহন করে নেন। এই আইনজীবিরা হলেন রায়পুরের কৃতি সন্তান
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এড. আলহাজ্ব এম এ হোসেন ও লক্ষ্মীপুর
জজ কোর্টের আইনজীবি এড. মিজানুর রহমান মুন্সি।
উল্লেখ্য, গত ১৫ই জানুয়ারী গোপন ব্যালটের মাধ্যমে রায়পুর সাংবাদিক ফোরাম নামে
একটি সংগঠন আত্ম প্রকাশ করে। ৩ উপদেষ্টা ও ১৩ সদস্য বিশিষ্ট একটি
কমিটি গঠন করে তারা। উপদেষ্টাবৃন্দরা হলেন সিনিয়র সাংবাদিক সাঈদ হোসেন
নিক্সন ( দৈনিক ভোরের দর্পন) , আতোয়ার রহমান মনির (দৈনিক সমকাল), কাজল
কায়েস (দৈনিক কালের কন্ঠ)।
এছাড়া দেলোয়ার হোসেন মৃধ্যা (দৈনিক খবরপত্র, মিলোনিয়ার টেলিভিশন, ইউএসএ
প্রতিনিধি কে সভাপতি ও কবির হোসেন ( দৈনিক করতোয়া, মেঘনার পাড়)
পত্রিকার প্রতিনিধি কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
করে তাঁরা।