রাজধানীর পল্টনে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীতের ব্যক্তিগত কার্যালয়ে ছাত্রলীগকর্মী মোশাররফ ভুঁইয়া গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার সন্ধ্যার পর তাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। রমনা জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার শিবলী নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংসদ সদস্য গোলাম দস্তগীরের এপিএস কামরুজ্জামান বলেন, বিকেলে নারায়ণগঞ্জ থেকে পল্টনে এমপির অফিসে আসেন নারায়ণগঞ্জের নেতাকর্মীরা। সেখানে সন্ধ্যায় হঠাৎ একটি গুলির শব্দ হয়। তখন কামরুজ্জামান পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তার তলপেটে গুলি লেগেছে।
তিনি আরো জানান, গুলিবিদ্ধ মোশাররফ নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগকর্মী।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মীকে দেখতে এসে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনার তদন্ত চলছে। আশা করি, দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো। কেনো ঘটলো, কারা ঘটালো, তা জানার চেষ্টা চলছে।