সাংগঠনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় বসেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ শনিবার রাত ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
নতুন নির্বাচন কমিশন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং দেশব্যাপী সাংগঠনিক তৎপরতার বিষয়ে উপদেষ্টাদের পরামর্শ শুনছেন বিএনপি চেয়ারপারসন। কীভাবে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে সে বিষয়ে খালেদা জিয়াও কিছু দিকনির্দেশনা দেন উপদেষ্টাদের।
উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের আগে গত ৬ ফেব্রুয়ারি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি, ৭ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের শরিক দলের শীর্ষ নেতা এবং গতকাল শনিবার রাতে দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন ২০ দলীয় জোটনেতা খালেদা জিয়া।