সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের জেল দিয়েছে
ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে উপজেলার বারদী এলাকায় মাদক
বিরোধী অভিযান চালিয়ে সাহাবুদ্দিন ও মো: নাসির নামে
দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। পরে
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার রোবায়েত হায়াত
শিপলু ভ্রাম্যমান আদালত বসিয়ে এ সাজা প্রদান করেন।
সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক ( এএসআই) আবুল
কালাম আজাদ জানান, তার নেতৃত্বে এএসআই হাবিুর রহমান,
আলী আরশাদ ও ছামান সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার দুপুরে
উপজেলার বারদী এলাকায় মাদক বিরোর্ধী অভিযান চালায়। এসময়
মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিন (৪৫) ও মো: নাসির (৩২ কে
ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত
পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার
রোবায়েত হায়াত শিপলু। ভ্রাম্যমান আদালত গ্রেফতারকৃত
দুইজনেকে ছয় মাসের সাজা প্রদান করেন।
গ্রেফতারকৃত সাহাবুদ্দিন বারদী ইউনিয়নের মিশ্রীপাড়া
গ্রামের আব্দুল খালেকের ছেলে ও মো: নাসির ওই ইউনিয়নের
আলমদী গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন,
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একাধিক মাদক
মামলা রয়েছে।