পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাননি কানাডার আদালত। তাই মামলার তিন আসামিকে অব্যাহতি দেয়া হয়েছে এ অভিযোগ থেকে। শুক্রবার কানাডার পত্রিকা দ্য গ্লোব অ্যান্ড মেইলে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি প্রাপ্তরা হলেন এসএনসি-লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী জুলফিকার ভূইয়া।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ফোনে আড়ি পেতে ধারণ করা যেসব তথ্য প্রমাণ আদালতে পেশ করা হয়েছে তা ‘গল্প-গুজব’ বলে ছুড়ে ফেলেছেন আদালতের বিচারক।
অন্টারিও সুপ্রিম কোর্টের বিচারক ইয়ান নরডেইমার বলেন, ওই তিন আবেদনের বিষয়ে তার অনেক প্রশ্ন রয়েছে। আবেদনে যেসব তথ্য দেয়া হয়েছে তা অনুমানভিত্তিক, গাল-গল্প ও গুজবের বেশি কিছু নয়।
বিচারক নরডেইমার গেলো জানুয়ারিতে এ আদেশ দিলেও শুক্রবার পর্যন্ত তা প্রকাশে বাধা ছিল বলে প্রতিবেদনে জানানো হয়।