মোঃ শাহিনুর রহমান ডিমলা উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলা খগখড়িবাড়ী
দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কৈলাশ
চন্দ্র রায় কে ভূয়া অভিভাবক সদস্য কামরুল হাসান লিটু
দ্বারা গত ২৫ জানুয়ারী দুপুরে উক্ত বিদ্যালয়ে লাঞ্চিত হয়।
এরই প্রতিবাদে শুক্রবার ১০ ফেব্রুয়ারী বিকালে রংপুর বেগম
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপজেলার স্মৃতি
অম্লান চত্ত্বরে ঘন্টা ব্যাপী মানব বন্ধন করে, পরে ডিমলা
কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
বিতর্ক সংগঠন ও সামাজিক সংগঠনের আয়োজনে
শিক্ষক লাঞ্চনাকারী কামরুল হাসান লিটু সহ তার
সহযোগীদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই। ভুক্তভোগী
শিক্ষককে আইনি সুরক্ষা দেওয়ার জন্য বিতর্ক হোক
প্রতিবাদ এ ভাষার আয়োজন করেন। এতে স্পিকারের দায়িত্ব
পালন করেন বেরোবির ছাত্রী শিখা রায় ও সংসদ পর্যবেক্ষক এর
দায়িত্বে ছিলেন মোঃ মোহাইমেনুল ইসলাম (রনি)
বিতর্ক প্রতিযোগীতায় সরকার ও বিরোধী এ দু’টি দল
অংশগ্রহন করেন।
উক্ত বিতর্ক প্রতিযোগীতায় বক্তারা বলেন মানুষ গড়ার
কারিগর শিক্ষকদের যারা লাঞ্চিত করছে তাদের দৃষ্টান্ত মূলক
শাস্তি ও আইনি সুরক্ষা দেওয়ার আহব্বাহন করেন।