আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ ঃ জেলায় আইন-শৃঙ্খলা স্থিতি নিয়ন্ত্রণ ও বিপুল
পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের পক্ষ
থেকে বিশেষ সম্মাননা হিসেবে বিপিএম পদক পাওয়ায় পুলিশ সুপার
টি.এম মোজাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের প্রতিনিধিদল। বৃহস্পতিবার
সকাল ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার টি.এম
মোজাহিদুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর সময়
উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান
ফারুক মাসুম, সাধারণ সম্পাদক মোহাঃ জোনাব আলী, সহ-সভাপতি
হোসেন শাহনেওয়াজ, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু,
কোষাধ্যক্ষ রফিকুল আলম, সদস্য মোঃ নাইমুল হক, মোহাঃ হারুন অর
রশিদসহ অন্যরা। উল্লেখ্য, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জে যোগদান করার পর থেকে জেলায় আইনশৃঙ্খলা
পরিস্থিতি নিয়ন্ত্রণ, ইভটিজিং, মাদক নিয়ন্ত্রণ, শিক্ষার্থীদের
অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিসহ নানা বিষয়ে উল্লেখযোগ্য অবদান
রেখে চলেছেন।