এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী :
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিম বলেছেন, সকল দলের মতামতের
ভিত্তিতে গ্রহনযোগ্য নির্বাচন কমিশনে রেফারি নিয়োগ হয়ে গেছে।
আগামী ২০১৯ সালের নির্বাচনে বিএনপিকে কোনো ধরনের ষড়যন্ত্রের আশ্রয় না
নিয়ে নির্বাচন মাঠ থেকে পলায়ন করে নির্বাচনী খেলায় আসার আহ্বান
করেছেন। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীতে ৫০০ শয্যা বিশিষ্ট
জননেতা নুরুল হক আধুনিক হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে নোয়াখালী
আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ প্রাঙ্গনে আযোজিত এক সুধী সমাবেশে
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী তার বক্তব্যে জানান, ৫০০
শয্যা বিশিষ্ট জননেতা নুরুল হক আধুনিক হাসপাতালের হাসপাতাল নির্মানে
প্রায় ৪০০ কোটি টাকা ও বেগমগঞ্জ উপজেলায় ১০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের
জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে সুধী সমাবেশে নোয়াখালী-৩
(বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের সভাপতিত্বে বিশেষ
অতিথির বক্তব্য রাখেন, সেনবাগ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, লক্ষ্মীপুরের
সাংসদ সদস্য শাহজাহান কামাল, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এবিএম
জাফর উল্যাহ, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মো. হানিফ,
নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আনম সেলিম, স্বাচিপের
সভাপতি ইকবাল আর্সেনাল, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল।
এসময় উপস্থিত ছিলেন, মরহুম আবদুল মালেক উকিলের ছেলে গোলাম মহিউদ্দিন
লাতু ও জননেতা মরহুম নুরুল হক চৌধুরীর ছেলে আওয়ামীলীগ নেতা ওমর ফারুক
বাদশা। পরে মরহুম আবদুল মালেক উকিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিম।
এদিকে, বিকেলে বাংলাদেশ ফার্মেসী মডেল ইনাইটিএকটিভ
(বিপিএমআই) এর পাইলট প্রকল্পের আওতায় “প্রাইম অলকেয়ার” মডেল ফার্মেসী
কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিম। এসময়
উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো.
মোস্তাফিজুর রহমান, প্রাইম হসপিটালের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক
মাহবুবুর রহমান, চেয়ারম্যান শামীমা জাহান।