তালা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুজ্জামান মোহনকে মারপিট
করেছে দুই যুবক। এঘটনায় পুলিশ ওই দুই যুবককে গ্রেপ্তার করেছে।
সোমবার (৬ ফেব্রুয়ারী) রাতে উপজেলার বারুইহাটি এলাকায় এ ঘটনা ঘটে। এদিন রাতে সরকারি
কাজে বাঁধা দেওয়ার অভিযোগে এনে সহকারী উপ-পরিদর্শক শফিকুজ্জামান মোহন বাদী হয়ে থানায়
মামলা করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-তালার বারুইহাটি গ্রামের আব্দুল গনি মোড়লের ছেলে মিলন মোড়ল (২৬) ও
ইসলামকাটি ইউনিয়নের বাউখোলা গ্রামের আয়ুব আলী মোড়লের ছেলে শফিকুল ইসলাম (২৮)।
তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রাত ৯টার দিকে
বেপরোয়া গতিতে মোটরসাইকেলযোগে যাচ্ছিল ওই বখাটেরা। এসময় এএসআই শফিকুজ্জামান মোহন
তাদের দাঁড়ানোর সংকেত দিলে তারা চ্যালেঞ্জ করে। পরে তাদের থামানো হলে কর্তব্যরত পুলিশকে মারপিট করে
তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালরে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা
হয়েছে।