রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেখ হাসিনা উন্নয়নের নেত্রী :স্বাস্থ্যমন্ত্রী নাসিম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকেঃ

শেখ হাসিনা উন্নয়নের নেত্রী উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সারা

বিশ্ব বাংলাদেশের উন্নয়নে প্রশংসা করেছে। ছিটমহল উদ্ধার, পদ্মাসেতু নির্মাণ,

বিদ্যুৎ উদপাদনসহ সকল ক্ষেত্রেই উন্নয়নের মডেল এখন বাংলাদেশ। শুক্রবার বিকেলে তাড়াশ

ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান

অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মোহাম্মদ নাসিম এ সময় আরো বলেন, জঙ্গী দমন এবং

দেশের সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফলতায় স্বাস্থ্য সেবা, বিদ্যুত,

শিক্ষা, সার বীজসহ কৃষি এবং খাদ্যউৎপাদন ডিজিটাল সেবা সহ সরকারের

বিভিন্নমুখী উন্নয়ন তৎপরতার বর্ণনা দিয়ে বলেন দেশ এখন উন্নয়নের মডেল । আগামী

নির্বাচনে আমরা খালি মাঠে গোল দিতে চাই না। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী

শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ নির্বাচনেও

জনগণ আবারো আওয়ামীলীগকেই ভোট দেবে বলে তিনি মন্তব্য বলেছেন-২০১৯ সালের

নির্বাচনী মাঠে বিএনপির সাথে মোকাবেলা করে জনগণের ভোটে আমরা জয়ী হবো।

নৌকার বিজয় হবে।

শুক্রবার বিকেলে তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে এ জনসভায় তাড়াশ উপজেলা আওয়ামীলীগের

সভাপতি ও তাড়াশ উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন

গাজী ম.ম আমজাদ হোসেন মিলন এমপি ও মন্ত্রী পতœী বেগম রাযরা নাসিম। জনসভায়

উপস্থি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান ও তাড়াশ উপজেলা

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্চিত কুমার কর্মকার,সাংগঠনিক সম্পাদক শাহিনুর

আলম লাবু,যুবলীগ সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ প্রমুখ

জনসবায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্যঃ দ্বিতীয় মেয়াদে আওয়ামীলীগের নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের

সদস্য নির্বাচিত হবার পর মোহাম্মদ নাসিম তাড়াশে এলে তাড়াশ- রাযগঞ্জ নির্বাচনী

এলাকার মানুষ দুপুর থেকে ব্যানার ফেস্টুন,প্লাকার্ড হাতে নিয়ে মিছিলসহকারে তাড়াশ

ডিগ্ধসঢ়;্রী কলেজ মাঠে এসে সমবেত হয়। বিকেল তিনটার মধ্যেই তাড়াশ কলেজ মাঠ

কানায় কানায় ভরে ওঠে। মোহাম্মদ নাসিম টিক বিকেল সাড়ে চারটায় কলেজ মাঠের

জনসভাস্থলে পৌছান। গগনবিদারী শ্লোগান এবং ফুল ছিটিয়ে জনসভায় আগত দলের

নেতাকর্মীরা মোহাম্মদ নাসিমকে বরণ করে সময় সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিনী বেগম

লায়লা নাসিম। তাঁকেও দলীয় নেতাকর্মীরা ফুুলের শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451