আব্দুর রহিম পলাশ, চাঁপাইনবাবগঞ্জ ঃ
চাঁপাই নবাবগঞ্জে-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম
রাব্বানীর মা মনসুরা বেগম (৮৪) ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি ……
রাজিউন)। মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার
ড. শিরিন শারমিন চৌধুরী, সংসদ উপনেতাসহ কেন্দ্রিয় ও স্থানীয় আওয়ামী
লীগের নেতৃবৃন্দ। মরহুমার পারিবারিক সূত্র জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যায়
গোলাম রাব্বানীর মা মনসুরা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে ইন্তেকাল করেন। এদিকে শুক্রবার বিকেলে
কানসাট সলেমান ডিগ্রি কলেজ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক
কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা অংশ নেয় জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন
স্তরের শ্রেণি পেশার মানুষ। এতে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও
জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দিন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের
সাবেক সাংসদ জিয়াউর রহমান, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার
টিএম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া, সদর
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী
কর্মকর্তা শফিকুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি রমজান আলী। জানাযায় সংক্ষিপ্ত
বক্তব্য রাখেন, এমপি গোলাম রাব্বানী, কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল
ইসলাম, আলহাজ্ব ফিটু মৃধা, পৌর মেয়র কারিবুল হক রাজিন, পৌর আওয়ামী
লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁনসহ মরহুমার আতœীয়স্বজন।
অপরদিকে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এমপি গোলাম রাব্বানীর মায়ের
মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা
জানিয়েছেন।