মামলার আসামিরা হলেন- মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের জমিদাতা দাতা সদস্য মো. দিলদার হোসেন প্রিন্স, স্কুটির প্রধান শিক্ষক আসালত জামান, একই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমান এবং অপর একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি।
গত ২৯ জানুয়ারি রোববার মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ে একটি বিদায়ী অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের স্কাউট সদস্যরা তৈরি করেন ‘মানবসেতু’। ওই সেতুতে শিক্ষার্থীদের কাঁধে উঠে হেঁটে বেড়ান বিদ্যালয়ের জমিদাতা দিলদার হোসেন প্রিন্স। এঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ি পড়লে সমালোচনা ঝড় উঠে। অবশেষে ঘটনার পাঁচদিন পর জড়িতদের বিরুদ্ধে মামলা হলো