চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বুধবার দিনব্যাপী নানা
আয়োজনে বিদ্যাদেবীর আরাধনা স্বরসতি পূজো অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জস্থ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে সনাতন
ধর্মালম্বী শিক্ষক-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে
বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে সরস্বতী পূজা উদযাপিত হয়। সনাতন
ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের
অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী চরণে পু®পার্ঘ অর্পণ করেন পূজারীবৃন্দ।
সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী
নমোহস্তুতে মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর
অর্চনা করা হয়। বাণী অর্চনা’১৭ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ বি এম রাশেদুল হাসান। এছাড়াও
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শাহরিয়ার কবীর ও রেজিস্ট্রার মকবুল
হোসেন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তেব্যে উপাচার্য ধর্ম-
বর্ণ নির্বিশেষে জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে সকলকে সমাজে
শান্তি বজায় রাখার আহবান জানান। সকাল ৯টা থেকে দেবীর পূজা
আরম্ভ হয় এবং বেলা ১১টায় মায়ের পু®পাঞ্জলী প্রদান হয়। উৎসবমুখর
পরিবেশে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সকলের
উপস্থিতিতে অনুষ্ঠানটি সার্বজনীন হয়ে উঠে। এদিকে জেলার বৃহত্তম
বিদ্যাপীঠ চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে পূজা অর্চনার
আয়োজন করা হয়। বিদ্যা দেবীর কাছে বিদ্যা চেয়ে প্রার্থণা করেন
শিক্ষার্থীরা। সকাল দশটায় পূষ্পাঞ্জলী অর্পণ, এগারটায় আলোচনাসভা,
দুপুর দেড়টায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ,বিকেল চারটায় ভজন গীতি,
সন্ধ্যা পৌনে সাতটায় আরতি ও সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
কলেজ অধ্যক্ষ প্রফেসর মঞ্জুর রেজা,উপাধ্যক্ষ প্রফেসর মো.ইব্রাহীম,শিক্ষক
পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর দাউদ হোসেন, ইংরেজী বিভাগীয়
প্রধান অজিত রায়,রসায়ন বিভাগীয় প্রধান ড. শংকর কুমার কন্ডু,সদর
উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দিন প্রমূখ। সনাতন একতা
সংঘের সহযোগীতায় সরকারী কলেজের শিক্ষক-শিক্ষাথীরা পুজো
উদযাপনের আয়োজন করে। এ ছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে
স্বরসতি পূজো অনুষ্ঠিত হয়েছে।