রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২:২৮ পূর্বাহ্ন

দেশে কোনো আইনের শাসন নেই বলে মন্তব্য করেছেন- হুসেইন মুহম্মদ এরশাদ।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬
  • ২৪১ বার পড়া হয়েছে

ঢাকা : এখন আর আইনজ্ঞরা নয়, ‘মাদক ব্যবসায়িরা’ সংসদ চালায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেছেন, ‘সারা দেশে ‘বন্দুকযুদ্ধ’র নামে একের পর এক মায়ের বুক খালি করা হচ্ছে। এখন রিমান্ডে থাকা আসামিও বন্দুকযুদ্ধে নিহত হয়।’

সোমবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তননে জাতীয় আইনজীবী ফেডারেশেন আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রতিনিয়ত মানুষ হত্যা, গুপ্তহত্যা চালানো হচ্ছে। দেশে কোনো আইনের শাসন নেই। এমন নিষ্ঠুরতা আগে কখনও দেখা যায়নি।’

এরশাদ বলেন, ‘৫৪ ধারা উঠে গেছে, কিন্তু তার পরিবর্তে এখন দেশে বন্দুকযুদ্ধ শুরু হয়েছে। এখন জীবনের কোনোই নিশ্চয়তা নেই। সুশাসন নেই। সুশাসন আজ গুলিবিদ্ধ। সর্বত্র ভয় আর আতংক বিরাজ করছে।’

সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘লাখ লাখ মামলার জটে বিচার প্রার্থীরা প্রতিনিয়ত হয়রানি হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা ও সুষ্ট বিচার ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আইনজীবীদের এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘একটি শোষণমুক্ত প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার জন্য সিয়াম সাধনার মাস রমজান থেকেই শিক্ষাগ্রহণ করতে হবে।’ সকল স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে সবাইকে দেশসেবায় এগিয়ে আশার আহ্বান জানান তিনি।

জাতীয় আইনজীবী ফেডারেশনের আহ্বায়ক শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি ও বার কাউন্সিলের সহ-সভাপতি আব্দুল বাছেত মজুমদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451